শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কঠোর সমালোচনা করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘উপাচার্য পদত্যাগ করবেন না কেন? কারণ তিনি এতটাই দাসের দাস যে সরকারের অনুমতি ছাড়া পদত্যাগের ক্ষমতাও নেই তাঁর!’
গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে আসাদ পরিষদের উদ্যোগে শহীদ আসাদ স্মরণে আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
মান্না বলেন, ‘শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনশন ধর্মঘট করছে। তারা শেখ হাসিনার পদত্যাগ চায়নি, সরকারের পদত্যাগ চায়নি, ওই বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ চায়।
বিজ্ঞাপন
দেশের শিক্ষাব্যবস্থা প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমাদের এখানে তিনটা থার্ড ডিভিশন, তিনটা থার্ড ক্লাস পাওয়ার পরও বিশ্ববিদ্যালয়ের চাকরি পাচ্ছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হচ্ছেন। এই সচিবালয়ে ঢুকে দেখেন সচিবালয়ে সচিব আছেন যিনি তিনটা থার্ড ক্লাস পেয়েছেন। দেখেন, শিক্ষাব্যবস্থা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। ’
আসাদ পরিষদের আহ্বায়ক অধ্যাপক মাহবুব উল্লাহর সভাপতিত্বে ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবীর খোকনের পরিচালনায় আলোচনাসভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা শওকত মাহমুদ, জহির উদ্দিন স্বপন, গণ-অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর, সাবেক ছাত্র নেতা মনিরুজ্জামান প্রমুখ।