হাছান মাহ্মুদ
তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহ্মুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও বিভ্রান্তিমূলক অপপ্রচার বন্ধে জেলা প্রশাসকদের (ডিসি) আরো তৎপর হওয়ার আহবান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের প্রথম অধিবেশনে ডিসিদের প্রতি এই আহবান জানান হাছান মাহ্মুদ।
ডিসিদের সম্মেলনে সম্প্রচার নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘সম্প্রচার নীতিমালা অনুযায়ী কোনো আইপিটিভি বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে কেউ সংবাদ পরিবেশন করতে পারে না।
বিজ্ঞাপন