kalerkantho

রবিবার । ২৬ জুন ২০২২ । ১২ আষাঢ় ১৪২৯ । ২৫ জিলকদ ১৪৪৩

সংক্ষিপ্ত

প্রধান বিচারপতি সস্ত্রীক করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক   

২১ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, কভিড পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসায় প্রধান বিচারপতি গত বুধবার হাসপাতালে ভর্তি হন। আগের দিন তাঁর স্ত্রী ডালিয়া ফিরোজ হাসপাতালে ভর্তি হন।

বিজ্ঞাপন

কভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় গত বুধবার থেকেই হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারিক কাজ ভার্চুয়াল মাধ্যমে শুরু হয়েছে। প্রধান বিচারপতির অনুপস্থিতিতে গতকাল বৃহস্পতিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বে পাঁচ বিচারকের বেঞ্চ বিচারিক কার্যক্রম পরিচালনা করেন।সাতদিনের সেরা