দেশের প্রথম শিল্পশিক্ষা প্রতিষ্ঠান মহেশ্বরপাশা স্কুল অব আর্টের প্রায় শতবর্ষী ভবনটি রেখেই এই স্থানের অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন করা হবে।
গতকাল রবিবার শিল্পী শশিভূষণ পালের গড়ে তোলা প্রতিষ্ঠানটির পুরনো ভবন প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময়সভায় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক এই ঘোষণা দেন। খুলনার সংস্কৃতিসেবী ও নাগরিকদের সাধুবাদ জানিয়ে তিনি আরো বলেন, খুলনার নাগরিকরা যে এই ঐতিহাসিক ভবনটি রক্ষার দাবিতে সোচ্চার হয়েছে, এটাই আনন্দের। তারা আরো আগে সোচ্চার হলে ভবনটি ভাঙার মতো সিদ্ধান্ত হতো না।