যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদের ভাই আব্দুল ওহাবকে (৫৫) হাতুড়িপেটা করে আহত করা হয়েছে। সদ্যোনির্বাচিত চেয়ারম্যান তবিবুর রহমানের অনুসারীরা গত শুক্রবার রাত ১০টার দিকে তাঁর বাড়িতে ঢুকে হামলা চালায়। এ সময় তারা আব্দুল ওহাবকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ আরো পাঁচ-ছয়জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।
পরাজিত চেয়ারম্যানের ভাইকে হাতুড়িপেটা
বেনাপোল (যশোর) ও দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

আহত আব্দুল ওহাবের স্ত্রী সালেহা খাতুন বলেন, ‘এবারের ইউপি নির্বাচনে আমার স্বামীর বড় ভাই নৌকার চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তিনি নির্বাচনে পরাজিত হন। নতুন চেয়ারম্যান শপথ নেওয়ার পর আমাদের বাড়িতে চাঁদা চাইতে আসে উপজেলার হরিশচন্দ্রপুর গ্রামের জুম্মান আলী, রানা মিয়া, আইজুল মিয়া, ফারুক হোসেন, আব্দুল মজিদসহ আরো পাঁচ-ছয়জন।
এ বিষয়ে জানতে গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবর রহমানকে ফোন দিলেও সংযোগ পাওয়া যায়নি।
এদিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন আহত হয়েছে।
আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সদস্য পদপ্রার্থী ফরিদ উদ্দিনের সমর্থক জুয়েলের সঙ্গে আরেক সদস্য পদপ্রার্থী আলম হাজারীর সমর্থক ইদ্রিস ও মোকাদ্দেসের টাকা লেনদেনের বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত আটজন আহত হয়। আহতদের মধ্যে ফরিদ উদ্দিনের সমর্থক দুলাল মিয়া, সুলতান মিয়া ও অমিত হাসানকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে আলম হাজারীর সমর্থক মনির হোসেন, জিকির মিয়া ও রিপন হাজারীকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ইউপি সদস্য পদপ্রার্থী ফরিদ উদ্দিন বলেন, ‘আমার সমর্থকদের ওপর আধিপত্য বিস্তারের জন্য আলম হাজারীর সমর্থকরা অন্যায়ভাবে হামলা চালিয়েছে। এ ঘটনায় আহত দুলাল মিয়ার ছেলে সাদ্দাম হোসেন বাদী হয়ে দেবীদ্বার থানায় লিখিত অভিযোগ করেছে।’
ইউপি সদস্য পদপ্রার্থী আলম হাজারী বলেন, ‘আগামী ৭ ফেব্রুয়ারির ইউপি নির্বাচন সামনে রেখে একটি পক্ষ তুচ্ছ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে অস্থিতিশীল অবস্থা তৈরি করার চেষ্টা করছে।’
দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) জহির উদ্দিন বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকেই শান্ত করে পরিস্থিতি সামাল দিই। এ ঘটনায় দুই পক্ষ দুটি লিখিত অভিযোগ করেছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সম্পর্কিত খবর

ভুয়া স্বাক্ষর ও প্রেস বিজ্ঞপ্তি নিয়ে রিজভীর সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানিয়েছেন, কুচক্রী ও স্বার্থান্বেষী মহল তাঁর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এসব তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে রিজভী বলেন, ‘আমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী এই মর্মে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছে। কিন্তু ফেসবুকে পোস্ট করা প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

ঢাকা কলেজিয়েট স্কুলের স্থাপনা ভাঙায় দুঃখ প্রকাশ অর্থ উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক

১৯০ বছরের ঐহিত্যবাহী ঢাকা কলেজিয়েট স্কুলের পুরনো ভবন ভাঙায় দুঃখ প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, স্কুলের বিল্ডিং ভেঙে না ফেলে হেরিটেজ আকারে রাখা যেত। গতকাল শুক্রবার সকালে ঢাকা কলেজিয়েট স্কুলের ১৯০তম বর্ষপূর্তির অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ভেঙে ফেলা হয়েছে, এখন আর কিছু করার নেই।

সংক্ষিপ্ত
হাসপাতালে চিকিৎসাধীন বদরুদ্দীন উমরের শারীরিক উন্নতি
নিজেস্ব প্রতিবেদক

বিশিষ্ট মার্ক্সবাদী-লেনিনবাদী রাজনীতিক ও তাত্ত্বিক বদরুদ্দীন উমর ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম এ তথ্য জানান। ফয়জুল হাকিম বলেন, ‘গত ২২ জুলাই ভোর ৫টার দিকে শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপজনিত কারণে বদরুদ্দীন উমরকে হাসপাতালে ভর্তি করা হয়।

ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে মানববন্ধন

ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। ছবি : কালের কণ্ঠ
।