নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নে ভোটগ্রহণের ১০ দিন পর গতকাল মরা নদী থেকে সিলমারা ব্যালট পেপার উদ্ধার করে এলাকাবাসী। পরে এগুলো পুলিশ থানায় নিয়ে যায়। ছবি : কালের কণ্ঠ
নাটোরের সিংড়ায় ভোটগ্রহণের ১০ দিন পরে সিলমারা ব্যালট পেপার উদ্ধার করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর মরা নদীতে বস্তাবন্দি সিলমারা ব্যালট পেপারগুলো পাওয়া যায়। এর কিছুক্ষণ পর বিলদহর বাজারের স মিলের পাশে আরো এক বস্তা সিলমারা ব্যালট পেপার দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিজ্ঞাপন
চামারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত মোটরসাইকেল প্রতীকের প্রার্থী রবিউল করিম বলেন, ‘নির্বাচনের দিনে কারচুপি করা হয়েছিল। আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছিল। আমাকে ষড়যন্ত্র করে পরাজিত করা হয়েছে। নিজেকে নির্বাচিত চেয়ারম্যান দাবি করে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা নেব। ’