রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে দুটি ছিনতাইয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার ক্যাম্পাসের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানান। কর্মসূচি থেকে ক্যাম্পাসের সবখানে নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবিও জানানো হয়। মানববন্ধনে ‘নিরাপত্তার অজুহাতে নারী শিক্ষার্থীদের হয়রানি বন্ধ কর’, ‘ক্যাম্পাসে নিরাপত্তা নাই কেন? প্রশাসন জবাব চাই’, ‘দায়িত্ব পালনে ব্যর্থ প্রক্টরের পদত্যাগ চাই’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন