আখতারুজ্জামান
প্রখ্যাত কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৭ সালের এই দিনে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
আখতারুজ্জামান ইলিয়াস ষাটের দশকে লেখালেখি শুরু করার পর আমৃত্যু লিখে গেছেন এবং বাংলা গদ্যসাহিত্যকে শক্তিশালী ভিতের ওপর দাঁড় করিয়ে গেছেন। বাস্তবতার নিপুণ চিত্রণ, ইতিহাস ও রাজনৈতিক জ্ঞান, গভীর অন্তর্দৃষ্টি ও সূক্ষ্ম কৌতুকবোধ তাঁর রচনাকে দিয়েছে এক ব্যতিক্রমী সুষমা।
বিজ্ঞাপন
সমাজ বাস্তবতার অনন্যসাধারণ এই রূপকার ১৯৪৩ সালের ১২ ফেব্রুয়ারি গাইবান্ধার গেটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক বাড়ি বগুড়া জেলায়। কর্মজীবন শুরু জগন্নাথ কলেজের প্রভাষক পদে। তিনি মিউজিক কলেজের উপাধ্যক্ষ, প্রাইমারি শিক্ষা বোর্ডের উপপরিচালক, ঢাকা কলেজের বাংলার অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মফিজউদ্দিন শিক্ষা কমিশনের সদস্য ছিলেন।
‘চিলেকোঠার সেপাই’ ও ‘খোয়াবনামা’—মাত্র এই দুটি উপন্যাস লিখেই তিনি তাঁর সময়ের কথাসাহিত্যিকদের ছাড়িয়ে গিয়েছিলেন। মুক্তিযুদ্ধ ও যুদ্ধপরবর্তী রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা উঠে এসেছে তাঁর বেশ কয়েকটি লেখায়।