কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার বিচারিক অনুসন্ধান চেয়ে রিট আবেদন করা হয়েছে। গতকাল সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম আব্দুল্লাহ আল হারুন ভুঁইয়া। রিটকারী কালের কণ্ঠকে বলেন, ‘গত ২৭ ডিসেম্বর স্বরাষ্ট্রসচিবের কাছে এ ঘটনার বিচারিক অনুসন্ধানের জন্য আবেদন করেছিলাম। কিন্তু স্বরাষ্ট্রসচিবের কাছ থেকে এ বিষয়ে সাড়া না পেয়ে রিট আবেদনটি করা হয়েছে।
বিজ্ঞাপন
’ তিনি বলেন, ‘বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে রিটটি উপস্থাপন করা হয়েছে। চলতি সপ্তাহে শুনানির জন্য আবেদনটি কার্যতালিকায় উঠতে পারে। ’ জেলা ও দায়রা জজ অথবা মুখ্য বিচারিক হাকিমের নেতৃত্বে এই ধর্ষণ ঘটনার বিচারিক অনুসন্ধান করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশনা চাওয়ার পাশাপাশি রুল চাওয়া হয়েছে রিট আবেদনে। গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট থেকে ২৫ বছর বয়সী এক নারী পর্যটককে তুলে নিয়ে তাঁর স্বামী-সন্তানকে জিম্মি করে কয়েক দফা ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে।