রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন আল আমিন মোল্লা (২৫) ও অজ্ঞাতপরিচয় (১৮) এক যুবক। গতকাল বৃহস্পতিবার ভোরে ও সকাল ১১টায় পৃথক দুটি দুর্ঘটনায় তাঁরা মারা যান।
আল আমিন সৌদি আরবে যেতে রাজধানীতে এসেছিলেন।
বিজ্ঞাপন
নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আল আমিনের ভাগিনা ফরহাদ হোসেন জানান, আল আমিনের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলালপুর গ্রামে। বাবার নাম নুরুল হক মোল্লা। আল আমিন সৌদিপ্রবাসী। সেখানে যেতে তিন দিন আগে তিনি রাজধানীতে আসেন। কুড়িল বিশ্বরোড এলাকায় এক আত্মীয়ের বাসায় উঠেছিলেন। গতকাল দুপুর ২টায় তাঁর ফ্লাইট ছিল। তার আগে সকাল ১১টার দিকে কুড়িল বিশ্বরোড রেললাইন দিয়ে যাচ্ছিলেন তিনি। ওই সময় পেছন দিক থেকে আসা একটি ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে একই এলাকায় গতকাল ভোরে একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবক মারা যান। তার পরনে লাল হুডি ও থ্রিকোয়ার্টার প্যান্ট ছিল।