kalerkantho

বৃহস্পতিবার ।  ১৯ মে ২০২২ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৭ শাওয়াল ১৪৪৩  

১৩ আওয়ামী লীগ নেতা বহিষ্কার

সিলেট অফিস   

৩১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদলের সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় ১৩ নেতাকে বহিষ্কার করেছে সিলেট জেলা আওয়ামী লীগ। পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের কানাইঘাট উপজেলায় বিদ্রোহী হওয়ায় তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে প্রতি ধাপের নির্বাচনে তাঁরা বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন।

বিজ্ঞাপনসাতদিনের সেরা