দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে যশোরে সড়কে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য—
যশোর : যশোরে ঝিকরগাছার পারবাজারে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুপুরে জেসিয়া আফরিন (১৫) ভ্যানযোগে বাড়ি ফিরছিল।
বিজ্ঞাপন
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক যাত্রী নিহত এবং ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুর ১টার দিকে উপজেলার ছনপাড়া এলাকায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় নিহতের লাশ উদ্ধার এবং আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
পটুয়াখালী : পটুয়াখালী-দুমকী-বাউফল সড়কের মোল্লাখালী বেইলি ব্রিজে বাসের চাকায় পিষ্ট হয়ে হেল্পার (৩৫) নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।
গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে ডাম্প ট্রাক চাপায় শাজাহান মুন্সী (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যা ৭টায় ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাজাহান মুন্সীর বাড়ি মুকসুদপুর উপজেলার গেড়াখোলা গ্রামে।