kalerkantho

সোমবার । ৮ আগস্ট ২০২২ । ২৪ শ্রাবণ ১৪২৯ । ৯ মহররম ১৪৪৪

সড়ক দুর্ঘটনায় ছাত্রীসহ নিহত ৪

কালের কণ্ঠ ডেস্ক   

২৭ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে যশোরে সড়কে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য—

যশোর : যশোরে ঝিকরগাছার পারবাজারে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুপুরে জেসিয়া আফরিন (১৫) ভ্যানযোগে বাড়ি ফিরছিল।

বিজ্ঞাপন

গতকাল রবিবার বিকেলে পারবাজার এলাকায় একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক যাত্রী নিহত এবং ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুর ১টার দিকে উপজেলার ছনপাড়া এলাকায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় নিহতের লাশ উদ্ধার এবং আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

পটুয়াখালী : পটুয়াখালী-দুমকী-বাউফল সড়কের মোল্লাখালী বেইলি ব্রিজে বাসের চাকায় পিষ্ট হয়ে হেল্পার (৩৫) নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।

গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে ডাম্প ট্রাক চাপায় শাজাহান মুন্সী (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যা ৭টায় ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাজাহান মুন্সীর বাড়ি মুকসুদপুর উপজেলার গেড়াখোলা গ্রামে।সাতদিনের সেরা