পাওনা টাকা চাওয়ার জেরে রাজধানীর সবুজবাগের কদমতলায় জহির মুন্সী (২৭) নামের এক চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নাজমুল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে কদমতলা হক আবাসিক সোসাইটির মাণ্ডা (জিরানি) খালের পারে এই হত্যাকাণ্ড ঘটে। জহির এলাকায় একটি চায়ের দোকান চালাতেন।
বিজ্ঞাপন
সবুজবাগ থানার এসআই মনোয়ার হোসেন জানান, খবর পেয়ে শুক্রবার রাতে হক সোসাইটি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের গলাসহ শরীরে ধারালো অস্ত্রের অসংখ্য আঘাত রয়েছে। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।