kalerkantho

শুক্রবার । ১৪ মাঘ ১৪২৮। ২৮ জানুয়ারি ২০২২। ২৪ জমাদিউস সানি ১৪৪৩

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন

আফ্রিকা থেকে এসে সহজে মিলবে না বোর্ডিং পাস

সিলেট অফিস   

৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনার নতুন ধরন ওমিক্রন ঠেকাতে আফ্রিকার দেশগুলো থেকে কেউ আসতে চাইলে সহজে ফ্লাইটের বোর্ডিং পাস মিলবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল বৃহস্পতিবার সিলেটে সাংবাদিকদের তিনি বলেন, ‘যদি বোর্ডিং পাস দিতেও হয় তাহলে টিকার দুই ডোজ, করোনা টেস্টের নেগেটিভ রিপোর্ট এবং দেশে এসে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। ’

আফ্রিকার আশপাশের দেশে যাঁরা আছেন তাঁদেরও দেশে আসতে নিরুৎসাহ করা হচ্ছে বলে জানান মন্ত্রী। তবে তিনি বলেন, পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ প্রস্তুত, কোনো সমস্যা হবে না।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী গতকাল সিলেট শহরতলির সালুটিকর এলাকায় উন্নয়ন সহযোগী সংস্থা কেপ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ জনের উপযোগী অত্যাধুনিক এতিমখানা আরফান ভিলেজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেপ ফাউন্ডেশনের সিইও মো. আব্দুল নূর, চ্যানেল-এসের চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী।সাতদিনের সেরা