kalerkantho

শনিবার ।  ২১ মে ২০২২ । ৭ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৯ শাওয়াল ১৪৪৩  

ছাত্ররাজনীতি নিষিদ্ধ চান কুয়েটের শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক, খুলনা   

২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় গতকাল বুধবারও উত্তাল ছিল ক্যাম্পাস। তাঁকে অপমান করা ছাত্রলীগ কর্মীদের শাস্তির দাবিতে একাডেমিক কার্যক্রম বন্ধ রেখেছেন শিক্ষকরা। সেই সঙ্গে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করারও দাবি জানিয়েছেন তাঁরা। গতকাল কুয়েট শিক্ষক সমিতির সভায় এ দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

 

এ ছাড়া দোষীদের শাস্তির দাবিতে দিনভর প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তাঁরাও সিসিটিভির ফুটেজ দেখে ওই শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করা ছাত্রলীগ কর্মীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার দাবি জানান। সেই সঙ্গে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি তাঁদের।

এ বিষয়ে কুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রতীক চন্দ্র বিশ্বাস বলেন, ‘ড. মো. সেলিম হোসেনের মৃত্যুতে আমরা স্তব্ধ হয়ে পড়েছি। সিসিটিভির ফুটেজ দেখে এ ঘটনার তদন্ত করা হবে। এরপর প্রশাসন ব্যবস্থা নেবে। ’সাতদিনের সেরা