kalerkantho

শনিবার । ১৫ মাঘ ১৪২৮। ২৯ জানুয়ারি ২০২২। ২৫ জমাদিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

বাস থেকে ধাক্কার ঘটনায় আটক ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রাম মহানগরীতে স্কুল শিক্ষককে বাস থেকে ফেলে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন পরিবহন শ্রমিককে আটক করেছে র‌্যাব-৭। গত সোমবার নগরীর বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ নগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরা হচ্ছে বাসচালক মো. লিটন (৩২), হেলপার মোহাম্মদ হোসেন ও ১৩ বছরের এক কিশোর।

র‌্যাব কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ বলেন, গত শনিবার সৌরভ সিটি সার্ভিসের একটি বাসে স্কুল শিক্ষক রহমত উল্লাহ রেলস্টেশনে যাচ্ছিলেন।

বিজ্ঞাপন

পথে অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে তাঁর সঙ্গে হেলপার-ড্রাইভারের বাগবিতণ্ডা হয়। এতে ক্ষুব্ধ হয়ে রহমত উল্লাহকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এ সময় তিনি পেছনের চাকায় গুরুতর আঘাত পান। এর আগে ওই শিক্ষককে কিল-ঘুষিও মারা হয়েছে। বাসচালকের নির্দেশনায় এমন ঘটনা ঘটেছে। এই ঘটনায় র‌্যাব-৭ ছায়া তদন্ত শুরু করে। ভিডিও ফুটেজের তথ্য বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করে তাদের আটক করা হয়েছে।সাতদিনের সেরা