kalerkantho

বৃহস্পতিবার ।  ১৯ মে ২০২২ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৭ শাওয়াল ১৪৪৩  

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪

চিকিৎসার জন্য এসে স্ত্রী-সন্তানসহ মৃত্যুশয্যায় সুধাংশু

নিজস্ব প্রতিবেদক   

২৩ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেচিকিৎসার জন্য রাজধানীতে এসে পুরো পরিবার নিয়ে শয্যাশায়ী হতে হলো এক হতভাগ্যকে। গত রবিবার বিকেলে শরীয়তপুর থেকে ঢাকার মুগদায় শ্যালকের ভাড়া বাসায় ওঠেন সুধাংশু চন্দ্র মণ্ডল (৩৫)। সঙ্গে আসেন স্ত্রী প্রিয়াংকা বাড়ই (৩০) এবং একমাত্র সন্তান অড়ব মণ্ডল (৫)। ওই বাসায় থাকতেন সুধাংশুর শাশুড়ি সেফালি বাড়ই (৫৫) এবং শ্যালক পলাশ বাড়ই (৩৫)।

বিজ্ঞাপন

গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উত্তর মুগদার মাতবর গলি এলাকার ৩৭/৩৭ নম্বর পাঁচতলা ভবনের নিচতলায় তাঁদের ভাড়া বাসায় হঠাৎ অগ্নিকাণ্ডে দগ্ধ হয় চারজন। ভাইয়ের বাসায় বেড়াতে আসা প্রিয়াংকা সকালে নাশতা বানাতে রান্নাঘরে দিয়াশলাই জ্বালাতেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসায়। বিস্ফোরিত হয় গ্যাস সিলিন্ডার। দুর্ঘটনার পর দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আগের রাতে নিজের কাজে বের হয়ে যাওয়ায় বেঁচে যান পলাশ।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন বলেন, সুধাংশুর শরীরের ২৫ শতাংশ, তাঁর স্ত্রী প্রিয়াংকার ৭২ শতাংশ, ছেলে অড়বের ৬৭ শতাংশ এবং শাশুড়ির ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। সুধাংশু ছাড়া অন্য তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। প্রিয়াংকা ও অড়বকে আইসিইউতে রাখা হয়েছে।সাতদিনের সেরা