বাসে অর্ধেক ভাড়ায় (হাফ পাস) যাতায়াতের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে বাস ভাঙচুর করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাবে এ ঘটনা ঘটে। সেফটি বাসের শ্রমিকের সঙ্গে শিক্ষার্থীদের বাগবিতণ্ডা থেকে ঘটনার সূত্রপাত। দুপুর পৌনে ১২টা থেকে ঢাকা কলেজ ও সিটি কলেজের ছাত্ররা রাস্তায় অবস্থান নেয়।
শিক্ষার্থীদের ‘হাফ পাস’ আন্দোলনে বাস ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও চট্টগ্রাম

আন্দোলনে অংশ নেওয়া সিটি কলেজের ছাত্র মাহমুদুল হাসান রাফি ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলে, ‘আমাদের কাছে অভিযোগ ছিল, এই পথে চলাচল করা বাহন, রজনীগন্ধা, সেফটি, ঠিকানা ও মৌমিতা নামের বাসগুলোতে হাফ পাস নিচ্ছে না। আমরা বাসে বাসে উঠে হাফ ভাড়ার খোঁজ নিচ্ছিলাম।
বাসে হাফ পাস চাওয়ায় বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে হাফ পাসের দাবিতে গতকাল দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত আব্দুল্লাহপুরে সড়ক অবরোধ করে উত্তরার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। ফার্মগেটে অবস্থান নেয় সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা।
চট্টগ্রামে ছাত্রলীগের মিছিল : গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করার দাবিতে গতকাল হাজী মুহাম্মদ মহসিন কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয় বলে কলেজ শাখার নেতারা জানান।
যাত্রী হয়রানি বন্ধের দাবি পবার : বাসভাড়া নিয়ন্ত্রণ ও যাত্রী হয়রানি বন্ধ করতে পর্যাপ্ত বাস নিশ্চিত এবং চক্রান্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে পরিবেশ বাঁচাও আন্দোলনসহ (পবা) ১৯ সংগঠন। গতকাল দুপুরে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি করা হয়। বক্তারা সব রুটে মানসম্মত ও পর্যাপ্তসংখ্যক বাস নিশ্চিত, বিআরটিসির অন্যান্য প্রতিষ্ঠানের কাছে লিজ প্রথা বাতিল, সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা এবং যেকোনো অজুহাতে অতিরিক্ত বাস ভাড়া বাড়ানো প্রতিহত করার কথা জানান।
অভিযানে জরিমানা : বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে গতকাল আটটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অভিযানে ৬৭টি ডিজেলচালিত বাসকে এক লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা না দেওয়ায় চারটি বাস ডাম্পিংয়ে পাঠানো হয়।
সম্পর্কিত খবর

ভুয়া স্বাক্ষর ও প্রেস বিজ্ঞপ্তি নিয়ে রিজভীর সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানিয়েছেন, কুচক্রী ও স্বার্থান্বেষী মহল তাঁর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এসব তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে রিজভী বলেন, ‘আমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী এই মর্মে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছে। কিন্তু ফেসবুকে পোস্ট করা প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

ঢাকা কলেজিয়েট স্কুলের স্থাপনা ভাঙায় দুঃখ প্রকাশ অর্থ উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক

১৯০ বছরের ঐহিত্যবাহী ঢাকা কলেজিয়েট স্কুলের পুরনো ভবন ভাঙায় দুঃখ প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, স্কুলের বিল্ডিং ভেঙে না ফেলে হেরিটেজ আকারে রাখা যেত। গতকাল শুক্রবার সকালে ঢাকা কলেজিয়েট স্কুলের ১৯০তম বর্ষপূর্তির অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ভেঙে ফেলা হয়েছে, এখন আর কিছু করার নেই।

সংক্ষিপ্ত
হাসপাতালে চিকিৎসাধীন বদরুদ্দীন উমরের শারীরিক উন্নতি
নিজেস্ব প্রতিবেদক

বিশিষ্ট মার্ক্সবাদী-লেনিনবাদী রাজনীতিক ও তাত্ত্বিক বদরুদ্দীন উমর ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম এ তথ্য জানান। ফয়জুল হাকিম বলেন, ‘গত ২২ জুলাই ভোর ৫টার দিকে শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপজনিত কারণে বদরুদ্দীন উমরকে হাসপাতালে ভর্তি করা হয়।

ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে মানববন্ধন

ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। ছবি : কালের কণ্ঠ
।