৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাদিম উদ্দিনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার বোয়ালিয়া থানার আমলি আদালতে মামলাটি করেন মহানগরীর শিরোইল এলাকার ব্যবসায়ী তানবীর হাবিব। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া এসআই নাদিমের বিরুদ্ধে পুলিশের মহাপরিদর্শকের কাছেও লিখিত অভিযোগ করেছেন ব্যবসায়ী তানবীর।
বিজ্ঞাপন