kalerkantho

শুক্রবার । ১৪ মাঘ ১৪২৮। ২৮ জানুয়ারি ২০২২। ২৪ জমাদিউস সানি ১৪৪৩

এমআইএসটিতে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক   

১৯ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন ও কমিউনিকেশন টেকনোলজিবিষয়ক তিন দিনব্যাপী পঞ্চম ইন্টারন্যাশনাল কনফারেন্স ‘আইসিইইআইসিটি ২০২২’ গতকাল ঢাকায় শুরু হয়েছে।

আইএসপিআর জানায়, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, মালায়েশিয়া, ভারত, সৌদি আরব, চীন, জাপান, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরের স্বনামধন্য বিশেষজ্ঞ এবং গবেষকরা অংশগ্রহণ করছেন। মুজিববর্ষে অনুষ্ঠিত এই সম্মেলন এমআইএসটির একটি অনন্য মাইলফলক। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের ভাইস চ্যান্সেলর ড. সত্য প্রসাদ মজুমদার। এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান সম্মেলনের চিফ প্যাট্রন হিসেবে উপস্থিত ছিলেন।সাতদিনের সেরা