kalerkantho

শুক্রবার । ১৪ মাঘ ১৪২৮। ২৮ জানুয়ারি ২০২২। ২৪ জমাদিউস সানি ১৪৪৩

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ

কালিয়াকৈরে পোশাক কারখানায় বিক্ষোভ ভাঙচুর, আহত ১০

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি   

৪ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরের মাটিকাটা এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা গতকাল বুধবার সকালে বিক্ষোভ ও ভাঙচুর করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়াধাওয়ি হয়। এ ঘটনায় শ্রমিক-পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

বিজ্ঞাপন

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শ্রমিক, পুলিশ, এলাকাবাসী ও কারখানার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি মাটিকাটা এলাকার ইনক্রেডিবল ফ্যাশন লিমিটেড নামের পোশাক কারখানার তৃতীয় ও চতুর্থ তলার সুইং সেকশনের শ্রমিকরা বিভিন্ন দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছিলেন। শ্রমিকদের এ কর্মসূচির কারণে ৮৫ জন শ্রমিককে ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ। প্রতিদিনের মতো গতকাল সকালে কাজে যোগদান করতে গিয়ে তাঁরা  কারখানার মূল ফটকে শ্রমিক ছাঁটাইয়ের নোটিশ দেখতে পান। সেখানে ৮৫ জনের নাম ছবিসহ টাঙিয়ে দেওয়া হয়। শ্রমিকদের ধর্মঘটের ফলে কারখানার ওই দুই সেকশনের মারাত্মক ক্ষতি হচ্ছে বলে নোটিশে উল্লেখ করা হয়।সাতদিনের সেরা