kalerkantho

বুধবার । ২৩ অগ্রহায়ণ ১৪২৮। ৮ ডিসেম্বর ২০২১। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৩

সমিতি খুলে কয়েক কোটি টাকা আত্মসাৎ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি   

২৬ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকেরানীগঞ্জে গ্রাহকদের জমানো কয়েক কোটি টাকা নিয়ে পালিয়েছেন নীলিমা বহুমুখী সমবায় সমিতি নামের একটি প্রতিষ্ঠানের মালিক মো. মোমিন। গতকাল সোমবার সকালে শত শত গ্রাহক বন্ধ কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।

স্থানীয় লোকজন জানায়, কয়েক বছর আগে কদমতলী খালপার এলাকার স্থায়ী বাসিন্দা নুরু মিয়ার ছেলে মো. মোমিন তাঁর তিনতলা বাড়ির নিচতলার একটি কক্ষে নীলিমা বহুমুখী সমবায় সমিতি নামের একটি প্রতিষ্ঠান খোলেন। মাসিক ৬০০ টাকা করে সঞ্চয় করলে দুই বছর পর অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে কয়েক কোটি টাকা সংগ্রহ করেন মোমিন। সেই টাকা আত্মসাৎ করে রবিবার রাতে কার্যালয়ে তালা দিয়ে পালিয়ে যান তিনি। মেয়াদ শেষ হওয়ায় গতকাল সোমবার সকালে অনেক গ্রাহক পাওনা টাকা নিতে এসে কার্যালয় বন্ধ পান। এই খবর ছড়িয়ে পড়লে গ্রাহকরা এসে ভিড় করেন বন্ধ কার্যালয়ের সামনে। এক পর্যায়ে তাঁরা বিক্ষোভ করতে থাকেন।

রহিমা নামের এক গ্রাহক বলেন, ‘এখানে আমি, মেয়ে, ছেলে, ছেলের বউ, মেয়ের জামাই, নাতিসহ পরিবারের ২৮ জন সদস্য টাকা জমিয়েছি। সকালে এসে দেখি, কার্যালয়ে তালা ঝুলছে।’সাতদিনের সেরা