kalerkantho

শনিবার । ১৫ মাঘ ১৪২৮। ২৯ জানুয়ারি ২০২২। ২৫ জমাদিউস সানি ১৪৪৩

করোনায় আরো ৭ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

২০ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরো সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন শনাক্ত হয়েছে ৪৬৯ জন এবং সুস্থ হয়েছে ৬৯৭ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার আগের তিন দিনের তুলনায় বেড়ে ২.২০ শতাংশে দাঁড়ায়। আগের তিন দিন শনাক্তের হার ২ শতাংশের নিচে ছিল।

বিজ্ঞাপন

সব মিলিয়ে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৬ হাজার ২৯৬ জন। এর মধ্যে মারা গেছে ২৭ হাজার ৭৮৫ জন ও সুস্থ হয়েছে ১৫ লাখ ২৯ হাজার ৬৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় মৃত সাতজনের মধ্যে পাঁচজন পুরুষ ও দুজন নারী। এর মধ্যে ৪১-৫০ বছর বয়সী দুজন, ৫১-৬০ বছরের একজন, ৬১-৭০ বছরের একজন, ৭১-৮০ বছরের একজন এবং ৮১-৯০ বছরের দুজন। ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রামে দুজন, খুলনা ও রংপুরে একজন করে মারা গেছেন।সাতদিনের সেরা