kalerkantho

মঙ্গলবার । ১১ মাঘ ১৪২৮। ২৫ জানুয়ারি ২০২২। ২১ জমাদিউস সানি ১৪৪৩

প্রেমিকাকে হত্যার পর প্রেমিকের আত্মহত্যা!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর    

৭ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাজীপুরের কালীগঞ্জে প্রেমিকাকে হত্যার পর আত্মহত্যা করেছেন প্রেমিক। গতকাল বুধবার রাত ১০টার দিকে পুলিশ প্রেমিকের বাড়ি থেকে ওই দুজনের লাশ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে উপজেলার বক্তারপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামে। খবর পেয়ে গ্রামের লোকজন ওই বাড়িতে ভিড় জমায়।

বিজ্ঞাপন

 

প্রেমিক হূদয় গোমেজ (২৫) সাতানীপাড়া গ্রামের মৃত সমর গোমেজের ছেলে। প্রেমিকা ইভানা রোজারিও (২২) একই উপজেলার তুমুলিয়া ইউনিয়নের বান্দাখোলা এলাকার মৃত স্বপন রোজারিওর মেয়ে। হূদয় ব্র্যাকে এবং ইভানা একটি ক্লিনিকে কাজ করতেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য কাওসার আলম জানান, হূদয় ও ইভানার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। গতকাল সকালে হূদয়ের মা ও চাচা জমি রেজিস্ট্রি করতে কালীগঞ্জ সাবরেজিস্ট্রি অফিসে যান। হূদয় বাড়িতে ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে বাড়ি ফিরে তাঁর মা দেখেন ঘর অন্ধকার। দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করেও হূদয়ের সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি মেরে দেখেন মেঝেতে ছেলে ও তাঁর প্রেমিকার রক্তাক্ত লাশ পড়ে আছে।সাতদিনের সেরা