kalerkantho

শুক্রবার । ৭ মাঘ ১৪২৮। ২১ জানুয়ারি ২০২২। ১৭ জমাদিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

বিদ্যুত্স্পর্শে মা-বাবা ও মেয়ের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি   

৭ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনেত্রকোনার খালিয়াজুরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন মারা গেছেন। গতকাল বুধবার উপজেলার গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বয়রা গ্রামের আইবুল মিয়া, (৫০) তাঁর স্ত্রী আবেদা আক্তার (৪০) ও মেয়ে পিংকী আক্তার (২৫)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নির্মাণাধীন ঘরের দেয়ালে পানি দিতে গিয়ে গতকাল বিদ্যুতের তারে জড়িয়ে যান বয়রা গ্রামের আইবুল মিয়া।

বিজ্ঞাপন

এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে স্ত্রী আবেদা আক্তার ও মেয়ে পিংকী বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় পিংকীর দেড় বছরের মেয়ে তাসসিম আক্তার মায়ের কোল থেকে ছিটকে পড়ে আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই তিনজনকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত শিশু তাসসিমকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।সাতদিনের সেরা