উত্ত্যক্ত করা হচ্ছিল। তাই প্রতিবাদ করে সে। কিন্তু এই ‘অপরাধে’ বখাটেরা তাকে স্কুলভ্যান থেকে নামিয়ে কিল-ঘুষি মারেন। শুধু তা-ই নয়, জুতা দিয়েও মারেন বলে অভিযোগ।
বিজ্ঞাপন
গতকাল মঙ্গলবার সকালে মেয়েটির (১৭) শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেই এ ঘটনা ঘটে। মেয়েটি সিরাজগঞ্জের তাড়াশের আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।