বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সযত্নে লালন করার আশ্বাস দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পাঠানো অভিনন্দনবার্তার জবাবে লেখা চিঠিতে তিনি এই আশ্বাস দেন। পশ্চিমবঙ্গে বিধানসভার উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হওয়ার পর গত সোমবার তাঁকে অভিনন্দনবার্তা পাঠিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অভিনন্দনবার্তার প্রতিউত্তরে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে ধন্যবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজ্ঞাপন