kalerkantho

বুধবার । ২৩ অগ্রহায়ণ ১৪২৮। ৮ ডিসেম্বর ২০২১। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৩

সাত মাস পর শনাক্ত ৩ শতাংশের নিচে

মৃত্যু ১৮ ও শনাক্ত ৬১৭

নিজস্ব প্রতিবেদক   

৪ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসাত মাস পর শনাক্ত ৩ শতাংশের নিচে

সাত মাস পরে দেশে করোনায় দৈনিক শনাক্ত হার আবার ৩ শতাংশের নিচে নেমেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার হিসাবে শনাক্ত হার ছিল ২.৯০ শতাংশ। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত টানা ৩ শতাংশের নিচে ছিল শনাক্ত হার। পরে তা আবার বেড়ে যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় শনাক্ত সংখ্যাও অনেকটা কমে নেমেছে ৬১৭ জনে। আর মৃত্যুও কমেছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১৮ জন। সব মিলিয়ে এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট শনাক্ত ১৫ লাখ ৫৭ হাজার ৯৬৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ১৫ লাখ ১৮ হাজার ৭৫৪ জন ও মারা গেছে ২৭ হাজার ৫৭৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, ২৪ ঘণ্টায় মৃত ১৮ জনের মধ্যে ৯ জন পুরুষ ও ৯ জন নারী। তাদের মধ্যে ১০ বছরের নিচে এক শিশু, ৩১-৪০ বছরের দুজন, ৪১-৫০ বছরের পাঁচজন, ৫১-৬০ বছরের পাঁচজন, ৬১-৭০ বছরের তিনজন ও ৮১-৯০ বছরের দুজন রয়েছেন এবং মৃতদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছে সাতজন, চট্টগ্রাম বিভাগে সাতজন, রাজশাহী বিভাগে দুজন ও খুলনা বিভাগে দুজন রয়েছে। বাকি চার বিভাগে গতকালের হিসাবে কোনো মৃত্যু নেই।সাতদিনের সেরা