kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

নিউ ইয়র্ক সফর শেষে ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক   

২৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে অংশ নেওয়ার পর গত শনিবার রাতে ওয়াশিংটন ডিসিতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আগামী শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্র থেকে দেশের উদ্দেশে রওনা হবেন। ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে দুই বা তিন ঘণ্টার যাত্রাবিরতি শেষে শুক্রবার রাতেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

গত শনিবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে যাওয়ার সময় নিউ ইয়র্কে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম।

শেখ হাসিনা ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে ভাষণ দেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনুসরণ করে বাংলায় ভাষণ দেন। ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অবস্থানকালে তিনি বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের ও রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেন এবং বিভিন্ন সরকার, রাষ্ট্র ও সংগঠনের প্রধানদের সঙ্গে কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে বসেন।সাতদিনের সেরা