kalerkantho

বৃহস্পতিবার  । ২৪ অগ্রহায়ণ ১৪২৮। ৯ ডিসেম্বর ২০২১। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩

জলবায়ু ইস্যুতে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক   

২৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেজলবায়ু ইস্যুতে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় জরুরি পদক্ষেপ নেওয়ার দাবিতে বিভিন্ন সংগঠনের মানববন্ধন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে। ছবি : কালের কণ্ঠ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে উপকূলীয় অঞ্চল রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। এই দাবিতে গতকাল শুক্রবার খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটসহ বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করে তারা। এসব সংগঠন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব উপকূলীয় অঞ্চলসহ সারা বিশ্বের উন্নয়নের সব পদক্ষেপকে প্রভাবিত করছে। উন্নত দেশগুলো গ্রিনহাউস গ্যাস নির্গমন করে জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে। বাংলাদেশ কোনো ভূমিকা না রেখেও বেশি ক্ষতির শিকার হচ্ছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চল আরো বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জলবায়ু পরিবর্তনের এসব নেতিবাচক প্রভাব মোকাবেলার জন্য সুইডেনের প্রতিবাদী স্কুলছাত্রী গ্রেটা থানবার্গের ‘ফ্রাইডেজ ফর ফিউচার’, সারা বিশ্বের সাধারণ মানুষ, যুবসম্প্রদায়সহ স্কুলশিক্ষার্থীরা জনসমাবেশ, মিছিল, মানববন্ধন ও পথসভা করছে। সাতক্ষীরার শ্যামনগর প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি ও মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম। এদিকে জলবায়ু সংকট নিরসন, ন্যায়বিচার দাবি ও জনগণকে সচেতন করতে ‘অ্যাকশনএইড বাংলাদেশ’ গতকাল দুপুরে তরুণদের নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃতীয়বারের মতো গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের আয়োজন করে। এতে তরুণ প্রজন্মের শতাধিক প্রতিনিধিসহ তৃতীয় লিঙ্গের ১৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।সাতদিনের সেরা