kalerkantho

বৃহস্পতিবার  । ২৪ অগ্রহায়ণ ১৪২৮। ৯ ডিসেম্বর ২০২১। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত বিশেষজ্ঞ চিকিৎসক মোহাম্মদ ওয়াহিদুর রহমান (৪০) মারা গেছেন। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার তিনি মারা যান। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের নিউরোমেডিসিন বিভাগের জুনিয়র কনসালট্যান্ট। চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এলাকায় গত ১৯ আগস্ট মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন ওয়াহিদুর রহমান। আহত অবস্থায় সেদিন চমেক হাসপাতালে নেওয়া হয় তাঁকে। পরদিন এয়ার অ্যাম্বুল্যান্সে রাজধানীর আজগর আলী হাসপাতালে নেওয়া হয়। এরপর রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। সর্বশেষ স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। চমেকের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবদুল্লাহ আবু সাঈদ গতকাল জানান, ডা. মোহাম্মদ ওয়াহিদুর রহমান এফসিপিএস (মেডিসিন) পাস করার পর এমডি (নিউরোমেডিসিন) কোর্স করছিলেন। কোর্সটি শেষ পর্যায়ে ছিল।সাতদিনের সেরা