পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভায় প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হলো গতকাল সোমবার। সকাল থেকে ৯টি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরুষের তুলনায় নারী ভোটার ছিল বেশি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়।
‘প্রথম ভোট’ দেবীগঞ্জে
পঞ্চগড় প্রতিনিধি

তবে ইভিএম জটিলতায় কিছু ক্ষেত্রে দুর্ভোগে পড়তে হয় ভোটারদের। অনেক ভোটারকে চার-পাঁচ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। ফলে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের সময় থাকলেও তা সন্ধ্যা ৬টা পর্যন্ত বাড়ানো হয়।
ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয়, বিদ্রোহীসহ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৯ প্রার্থী।
২০১৪ সালে দেবীগঞ্জ সদর ও দেবীডুবা ইউনিয়নের কিছু অংশ নিয়ে গঠিত হয় দেবীগঞ্জ পৌরসভা। এরপর নানা কারণে ঝুলে ছিল নির্বাচন। কয়েক দফায় নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হলেও করোনার কারণে বাতিল করা হয়। ফলে ভোটের আগে ভোটারদের মধ্যে তেমন কোনো উৎসাহ ছিল না।
সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর আগে থেকেই প্রায় প্রতিটি কেন্দ্রে লম্বা লাইন পড়ে যায় ভোটারদের। তবে বাদ সাধে ইভিএম। নতুন এই পদ্ধতির সঙ্গে পরিচিত না হওয়ায় অনেকেই ভোট দিতে গিয়ে জটিলতায় পড়েন। এ ছাড়া যান্ত্রিক ত্রুটিও দেখা দেয়।
নর্থস্টার রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বিকেল পৌনে ৫টায় গিয়ে দেখা যায়, তখনো ৩৫ থেকে ৪০ জন লাইনে দাঁড়িয়ে আছেন। তাঁরা জানান, ইভিএমে একাধিকবার যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় কয়েক ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন।
নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করে ভোটার আজিজুল হক বলেন, ‘আমি দুপুর দেড়টায় ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এখনো ভোট দিতে পারিনি। ভোট দিতে গিয়ে এত কষ্ট আগে কখনো হয়নি!’ আব্দুল জলিল নামের আরেক ভোটার বলেন, ‘অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের। আমি নির্বাচন কমিশনের এই অব্যবস্থাপনার প্রতিবাদ জানাচ্ছি।’
ওই কেন্দ্রের পোলিং অফিসার আব্দুল আওয়াল বলেন, এটা যান্ত্রিক ত্রুটি। তাঁদের কিছু করার নেই। মানুষের কষ্ট হচ্ছে, কিন্তু অসহায়ত্ব প্রকাশ করা ছাড়া কিছুই করার নেই তাঁদের।
রিটার্নিং অফিসার ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান বলেন, ভোট শান্তিপূর্ণ হয়েছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন।
এই নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী। তবে দলের আরো চার নেতা বিদ্রোহী হিসেবে এতে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। কাউন্সিলর পদে ৬২ জন, নারী কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সম্পর্কিত খবর

ভুয়া স্বাক্ষর ও প্রেস বিজ্ঞপ্তি নিয়ে রিজভীর সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানিয়েছেন, কুচক্রী ও স্বার্থান্বেষী মহল তাঁর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এসব তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে রিজভী বলেন, ‘আমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী এই মর্মে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছে। কিন্তু ফেসবুকে পোস্ট করা প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

ঢাকা কলেজিয়েট স্কুলের স্থাপনা ভাঙায় দুঃখ প্রকাশ অর্থ উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক

১৯০ বছরের ঐহিত্যবাহী ঢাকা কলেজিয়েট স্কুলের পুরনো ভবন ভাঙায় দুঃখ প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, স্কুলের বিল্ডিং ভেঙে না ফেলে হেরিটেজ আকারে রাখা যেত। গতকাল শুক্রবার সকালে ঢাকা কলেজিয়েট স্কুলের ১৯০তম বর্ষপূর্তির অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ভেঙে ফেলা হয়েছে, এখন আর কিছু করার নেই।

সংক্ষিপ্ত
হাসপাতালে চিকিৎসাধীন বদরুদ্দীন উমরের শারীরিক উন্নতি
নিজেস্ব প্রতিবেদক

বিশিষ্ট মার্ক্সবাদী-লেনিনবাদী রাজনীতিক ও তাত্ত্বিক বদরুদ্দীন উমর ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম এ তথ্য জানান। ফয়জুল হাকিম বলেন, ‘গত ২২ জুলাই ভোর ৫টার দিকে শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপজনিত কারণে বদরুদ্দীন উমরকে হাসপাতালে ভর্তি করা হয়।

ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে মানববন্ধন

ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। ছবি : কালের কণ্ঠ
।