kalerkantho

সোমবার ।  ২৩ মে ২০২২ । ৯ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২১ শাওয়াল ১৪৪৩  

ফেনীতে গৃহবধূকে এসিড নিক্ষেপ

ফেনী প্রতিনিধি   

৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফেনীতে এক গৃহবধূকে এসিড দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। এসিডদগ্ধ বাকপ্রতিবন্ধী খালেদা ইসলাম অমিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। গতকাল রবিবার দুপুরে ফেনীর ফুলগাজীর দরবারপুর ইউনিয়নের পূর্ব দরবারপুর সেকান্দরপুর মৌলভীবাড়িতে এ ঘটনা ঘটে। অমির বোন শারমিন জানান, অসুস্থ খালেদা ছিলেন তাঁর বাবারবাড়িতে।

বিজ্ঞাপন

গতকাল দুপুরে খালেদার স্বামী লিখনের ফুফাতো ভাই তারেক ও ভাগ্নে মিনার জানালা দিয়ে এসিড ছুড়ে মারেন। এতে খালেদার চোখ-মুখ ও হাত এসিডে ঝলসে যায়। পাঁচ বছর আগে পারিবারিকভাবে খালেদা ইসলাম অমির সঙ্গে লিখন আহমেদের বিয়ে হয়। বিয়ের পর থেকে লিখনের মা ও ভাই-বোনরা মিলে খালেদাকে যৌতুকের জন্য নির্যাতন করতে থাকেন। এক পর্যায়ে ফুলগাজী থানায় মামলা হলে খালেদার ননদ হাসিনা ও তাঁর স্বামী আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে ফেনী পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।সাতদিনের সেরা