kalerkantho

বুধবার । ২৩ অগ্রহায়ণ ১৪২৮। ৮ ডিসেম্বর ২০২১। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৩

সংক্ষিপ্ত

জর্জিয়ায় রাষ্ট্রদূত মসুদ মান্নানের পরিচয়পত্র পেশ

কূটনৈতিক প্রতিবেদক   

৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজর্জিয়ায় রাষ্ট্রদূত মসুদ মান্নানের পরিচয়পত্র পেশ

জর্জিয়ার প্রেসিডেন্ট সালম জুরাবিভিলির কাছে শুক্রবার আনুষ্ঠানিকভাবে নিজের পরিচয়পত্র পেশ করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসুদ মান্নান। ছবি : কালের কণ্ঠ

জর্জিয়ার প্রেসিডেন্ট সালম জুরাবিভিলির কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মসুদ মান্নান। গত শুক্রবার বিকেলে তিবলিসির প্রেসিডেনশিয়াল প্রাসাদে ওই পরিচয়পত্র পেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর সেদিন সন্ধ্যায় জর্জিয়ার পররাষ্ট্রমন্ত্রী একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। প্রসঙ্গত, তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মসুদ মান্নান জর্জিয়ায় এ দেশের ‘নন রেসিডেন্ট’ (অনিবাসী) রাষ্ট্রদূত। গত শুক্রবার জর্জিয়ায় ২৪ জন অনিবাসী রাষ্ট্রদূত পরিচয়পত্র পেশ অনুষ্ঠানে অংশ নেন। রাষ্ট্রদূত মসুদ মান্নানের স্ত্রী অধ্যাপক ড. নুজহাত আমিন মান্নান পরিচয়পত্র পেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের মিশন উপপ্রধান ও মিনিস্টার রইস হাসান সারোয়ারও উপস্থিত ছিলেন।সাতদিনের সেরা