‘লিমন একজন সংগ্রামী মানুষ। জীবনযুদ্ধে তিনি জয়ী হয়েছেন। সংগ্রাম করে নিজের ক্যারিয়ার গড়েছেন। আশা করি দাম্পত্যজীবনে তিনি আরো দায়িত্বশীল হবেন।
র্যাবের গুলিতে পা হারানো সেই লিমন বিয়ে করলেন
ঝালকাঠি ও অভয়নগর (যশোর) প্রতিনিধি

বিয়ে করেছেন লিমন হোসেন। কনে রাবেয়া বসরীর বাড়িতেই গতকাল দুপুরে তাঁদের বিয়ে রেজিস্ট্রি হয়।
২০১১ সালের ২৩ মার্চ র্যাবের গুলিতে পা হারিয়েছিলেন লিমন হোসেন।
গণবিশ্বাবিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রধান ড. ফুয়াদ হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘কনে রাবেয়া বসরী সম্পর্কে আমার ভাতিজি। একই কর্মস্থলে থাকায় লিমনের সঙ্গে আমার ভালো সম্পর্ক গড়ে ওঠে। এ সূত্রে ছয় মাস আগে উভয় পরিবারের মধ্যে যোগাযোগ শুরু করা হয়। বর-কনের সম্মতিতে দুই লাখ এক টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হয়েছে।’
দুর্বিষহ দিন পেরিয়ে ছেলে প্রতিষ্ঠিত হওয়ায় গর্বিত লিমনের মা-বাবা। ছেলের বিয়ে নিয়ে উচ্ছ্বসিত তাঁরা। বাবা তোফাজ্জেল হোসেন বলেন, ‘আমার ছেলেকে তো মেরেই ফেলেছিল। আল্লাহ তাকে বাঁচিয়েছেন।’ তোফাজ্জেল ও জাহিদুল ইসলাম টিটো ছেলে-মেয়ের জন্য সবার দোয়া চেয়েছেন।
২০১১ সালের ২৩ মার্চ সাতুরিয়ায় বাড়ির কাছের মাঠে গরু আনতে গিয়ে হতদরিদ্র কলেজছাত্র লিমন হোসেন র্যাবের গুলিতে আহত হন। লিমনকে সন্ত্রাসী সাজিয়ে র্যাবের ডিএডি লুৎফর রহমান বাদী হয়ে মামলা করেন। লিমন ও স্থানীয় সন্ত্রাসী মোরসেদ জমাদ্দার এবং তাঁর সহযোগীসহ আটজনকে আসামি করে অস্ত্র আইনে ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দুটি মামলা করা হয়। গুরুতর আহত লিমনকে ভর্তি করা হয় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখান থেকে নেওয়া হয় ঢাকার পঙ্গু হাসপাতালে। যথাযথ চিকিৎসার অভাবে ২০১১ সালের ২৭ মার্চ লিমনের বাঁ পা হাঁটু থেকে কেটে ফেলা হয়।
এ ঘটনায় লিমনের মা হেনোয়ারা বেগম বরিশাল র্যাব-৮-এর ছয় সদস্যের বিরুদ্ধে লিমনকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে ২০১১ সালের ১০ এপ্রিল ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুসরাত জাহানের আদালতে একটি নালিশি মামলা করেন। পরে আদালতের নির্দেশে ২৬ এপ্রিল রাজাপুর থানায় মামলাটি লিপিবদ্ধ করা হয়।
লিমনের মায়ের মামলায় উল্লেখ করা হয়েছিল, মায়ের সঙ্গে মাঠে গরু আনতে গিয়েছিলেন লিমন। তখন তিনটি মোটরসাইকেলে ছয়জন র্যাব সদস্য সেখানে উপস্থিত হন। র্যাব সদস্য লুৎফর রহমান লিমনকে শার্টের কলার ধরে মাথায় পিস্তল ঠেকিয়ে সন্ত্রাসী আখ্যা দেন। লিমন তখন বলেন, তিনি সন্ত্রাসী নন, ছাত্র। এরপর লুৎফর মাথায় গুলি না করে লিমনের পায়ে গুলি করেন।
মামলা চলাকালে কারাগার হাসপাতালে থেকে পড়ালেখা করেন লিমন। ২০১১ সালের ৯ মে হাইকোর্ট লিমনের জামিন মঞ্জুর করেন। জামিনে বেরিয়ে ২০১৩ সালে পিরোজপুরের কাউখালী কাঠালিয়া পিজিএস বহুমুখী স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। ২০১৮ সালে গণবিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। এরপর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন। ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষা সহকারী পদে যোগ দেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে আইন বিভাগের সহকারী প্রভাষক হিসেবে পদোন্নতি পান।
সম্পর্কিত খবর

উত্তরাঞ্চলে বৃষ্টি বেশি থাকতে পারে কিছুদিন
নিজস্ব প্রতিবেদক

মৌসুমি বায়ুর সক্রিয়তা কমায় দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি কমেছে অনেকটাই। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কিছুদিনও দেশে বৃষ্টি কম থাকতে পারে। তবে বর্ষাকাল হওয়ায় বৃষ্টি পুরোপুরি বন্ধ হবে না। কোনো না কোনো অঞ্চলে বৃষ্টি হবে প্রতিদিনই।
এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গতকাল বৃহস্পতিবার রাতে কালের কণ্ঠকে বলেন, ‘বৃষ্টি কিছুদিন কম থাকবে। তবে দেশের উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি তুলনামূলক বেশি থাকতে পারে।
নাজমুল হক জানান, বৃষ্টি কম থাকার সম্ভাবনা থাকায় আগামী কিছুদিন সারা দেশে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে তা খুব বেশি বাড়বে না।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মতিঝিলে সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনের ২১ তলায় আগুনের ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির অনেক মালপত্র পুড়ে ছাই হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করে এ তথ্য দেন ফায়ার সার্ভিস সদর দপ্তর ডিউটি অফিসার শাহজাহান হোসেন।

দুদকের মামলায় সম্রাটের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি
নিজস্ব প্রতিবেদক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ অভিযোগ গঠন করেন। তবে জামিনে থাকা আসামি সম্রাট আদালতে উপস্থিত না হওয়ায় তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এদিন অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে তাঁর আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন হীরা অভিযোগ গঠন শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন। সেখানে উল্লেখ করা হয়, আসামি সম্রাট অসুস্থ।
সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০১৯ সালের ১২ নভেম্বর তাঁর বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। ২০২০ সালের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

শিক্ষাঙ্গন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘সপ্তম নেহরীন খান স্মৃতি বক্তৃতা’ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ অডিটরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন ২০২৫ সালে একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর নিয়াজ জামান। আরো বক্তব্য দেন ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য ড. শামস রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফকরুল আলম (অব.) প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
।