kalerkantho

বুধবার । ২৩ অগ্রহায়ণ ১৪২৮। ৮ ডিসেম্বর ২০২১। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৩

সংক্ষিপ্ত

সীমান্ত এলাকা থেকে পৌনে ৪ কেজি সোনার বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   

২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচুয়াডাঙ্গার সীমান্ত এলাকা থেকে তিন কেজি ৭৪০ গ্রামের ১১টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার চুয়াডাঙ্গার দর্শনার ঠাকুরপুর সীমান্তে অভিযান চালিয়ে এসব সোনার বার উদ্ধার করা হয়। বিজিবি সদর দপ্তর জানায়, গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরপুর সীমান্তে অভিযান চালায় বিজিবি। সে সময় বাইসাইকেলে করে এক ব্যক্তিকে ভারতের দিকে যেতে দেখে পেছন থেকে ধাওয়া করে। পরে ওই লোক সাইকেলসহ সোনার বারভর্তি একটি কাপড়ের ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগে তিন কেজি ৭৪০ গ্রাম (৩২০.৬৪ ভরি) ওজনের ১১টি বিভিন্ন সাইজের সোনার বার ছিল। এর সঙ্গে বাইসাইকেলটিও জব্দ করা হয়।সাতদিনের সেরা