kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

চট্টগ্রামে প্রাণহানি ১২০০ ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৭ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে প্রাণহানি ১২০০ ছাড়িয়েছে

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে আরো সাতজন মারা গেছে। এ নিয়ে চট্টগ্রামে মোট প্রাণহাণির সংখ্যা দাঁড়াল এক হাজার ২০৩। এর মধ্যে নগরে ৬৮০ জন ও জেলায় ৫২৩ জন। সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে গতকাল বৃহস্পতিবার এসব তথ্য জানা যায়। সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩০৬ জনের। এর মধ্যে নগরে ১৬৬ জন ও জেলায় ১৪০ জন। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ৯৮ হাজার ২৬৮ জন রোগী। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ১১টি পরীক্ষাগারে এক হাজার ৭৭৭টি নমুনা পরীক্ষায় ৩০৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৭.২২ শতাংশ। মোট শনাক্তের মধ্যে নগরে ৭১ হাজার ৬৩৪ জন ও জেলায় ২৬ হাজার ৬৩৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে নগরে চারজন ও জেলায় তিনজন। চট্টগ্রামে গতকাল পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ছয় লাখ ৩৫ হাজার ৬৮৯টি। এতে শনাক্তের হার ১৫.৪৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১.২২ শতাংশ।সাতদিনের সেরা