kalerkantho

শনিবার ।  ২১ মে ২০২২ । ৭ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৯ শাওয়াল ১৪৪৩  

রিজভী বললেন

টিকা নিয়েও নাটক করছে সরকার

নিজস্ব প্রতিবেদক   

৭ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘আপনারা দেখেছেন, টিকা নিয়ে কত নাটক হয়েছে এবং কত নাটক হচ্ছে। মানুষের দৃষ্টি ভিন্নখাতে নিতে এমন কোনো প্রচেষ্টা নেই যেটা সরকার করছে না। প্রথমে সরকার বলল যে সাত দিন গণটিকা দেওয়া হবে। পরে বলছে যে এক দিন গণটিকা দেব, কিন্তু এর কোনো বাস্তব ভিত্তি নেই।

বিজ্ঞাপন

গতকাল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এই মন্তব্য করেন।

বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর (ড্যাব) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন রিজভী। এ সময় তাঁর সঙ্গে ড্যাব সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ, মহাসচিব অধ্যাপক আব্দুস সালাম, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. শহিদ হাসান, জহিরুল ইসলাম শাকিল, মেহেদি হাসান, নিলুফা ইয়াসমীন প্রমুখ উপস্থিত ছিলেন।সাতদিনের সেরা