kalerkantho

শুক্রবার । ৬ কার্তিক ১৪২৮। ২২ অক্টোবর ২০২১। ১৪ রবিউল আউয়াল ১৪৪৩

ঠাকুরগাঁওয়ে বিএনপির করোনা হেল্প সেন্টার

ঠাকুরগাঁও প্রতিনিধি   

৬ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঠাকুরগাঁওয়ে করোনা হেল্প সেন্টার উদ্বোধন করেছে বিএনপি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলের কার্যালয় থেকে হেল্প সেন্টারের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও করোনা পর্যবেক্ষণ সেলের আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু।

গতকাল বৃহস্পতিবার ‘আর্তমানবতার সেবায় মানুষের পাশে দাঁড়াই’ এ প্রতিপাদ্য সামনে রেখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে ঠাকুরগাঁওয়ে করোনা হেল্প সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

করোনা আক্রান্তদের সেবা নিশ্চিত করতে হেল্প সেন্টারগুলোতে ১৪টি অক্সিজেন সিলিন্ডার, একটি ভারী অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন, করোনা রোগীদের জন্য অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় ওষুধের ২০টি বক্স এবং স্যানিটাইজারসহ প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হয়েছে। তা ছাড়া আক্রান্তদের সেবার মান নিশ্চিত করতে হেল্প সেন্টারের হটলাইন নম্বর চালু করা হয়েছে।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, করোনা পরিস্থিতিতে বিএনপির সব স্তরের নেতাকর্মী সহযোগিতা করে আসছেন। বিএনপি অতীতে সংকটময় সময়ে সাধারণ মানুষের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।সাতদিনের সেরা