kalerkantho

শুক্রবার । ৬ কার্তিক ১৪২৮। ২২ অক্টোবর ২০২১। ১৪ রবিউল আউয়াল ১৪৪৩

পাবনায় সিরিঞ্জে টিকা না নিয়ে সুই দেওয়ার চেষ্টা

পাবনা প্রতিনিধি   

৬ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপাবনা জেনারেল হাসপাতালে করোনা সিরিঞ্জে টিকা না নিয়ে শরীরে সুই প্রবেশ করানোর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনা জানাজানি হওয়ার পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন ও জড়িত দুই স্টাফ নার্সকে প্রত্যাহার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেই সঙ্গে তাঁদের কারণ দর্শাতে বলা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের এমবিবিএস শেষবর্ষের শিক্ষার্থী সাবাহ মারিয়ম অন্তিকা করোনার দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার জন্য গত বুধবার সকালে পাবনা জেনারেল হাসপাতালের টিকাকেন্দ্রে যান। দুপুর পৌনে ১২টার দিকে সিরিঞ্জে টিকা না নিয়ে নার্স শুধু তাঁর শরীরে সুই প্রবেশ করাতে গেলে প্রতিবাদ করেন ওই শিক্ষার্থীর বাবা অ্যাডভোকেট আব্দুল হান্নান।

এরপর নার্স সিরিঞ্জে টিকা নিয়ে শিক্ষার্থীকে সুই দেন।

তবে অ্যাডভোকেট হান্নান ফেসবুক লাইভে ঘটনাটি তুলে ধরে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি করেন।

অভিযোগ তদন্তে গতকাল বৃহস্পতিবার তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. কে এম আবু জাফর বলেন, আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. রফিকুল হাসানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তিনি জানান, দায়িত্বে অবহেলার দায়ে দুজন সিনিয়র স্টাফ নার্স মেরিনা গোমেজ ও মিতা খাতুনকে প্রত্যাহার করা হয়েছে।সাতদিনের সেরা