kalerkantho

বৃহস্পতিবার ।  ১৯ মে ২০২২ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৭ শাওয়াল ১৪৪৩  

৪১তম বিসিএসে প্রিলিমিনারিতে উত্তীর্ণ ২১ হাজার ৫৬ জন

নিজস্ব প্রতিবেদক   

২ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে গতকাল রবিবার। এবার উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৫৬ জন চাকরিপ্রার্থী। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিশেষ সভায় অনুমোদন শেষে গতকাল দুপুরে এই ফল প্রকাশ করা হয়। পিএসসি ও টেলিটকের ওয়েবসাইটে এই ফল পাওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন

মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাচ্ছে। এসএমএসের মাধ্যমে ফল জানতে টেলিটক থেকে BCS লিখে স্পেস দিয়ে ৪১ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে। ২০১৯ সালের ২৭ নভেম্বর বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৬৬ প্রার্থী নিয়োগ দিতে ৪১তম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত বছরের ৪ জানুয়ারি আবেদন গ্রহণ শেষ হয়। এতে প্রায় পৌনে পাঁচ লাখ প্রার্থী আবেদন করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, প্রশাসন ক্যাডারে ৩২৩, শিক্ষা ক্যাডারে ১৯৫, পুলিশে ১০০, পররাষ্ট্রে ২৫, সহকারী সার্জন পদে ১১০ জনসহ বিভিন্ন ক্যাডারে প্রথম শ্রেণির পদে নিয়োগ দেওয়া হবে।সাতদিনের সেরা