kalerkantho

রবিবার । ১১ আশ্বিন ১৪২৮। ২৬ সেপ্টেম্বর ২০২১। ১৮ সফর ১৪৪৩

নাগরিক সংলাপ

মহামারিতে সংকট বেড়েছে উপকূলে

নিজস্ব প্রতিবেদক   

১ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনাগরিক সংলাপে সংসদ সদস্যসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বলেছেন, মহামারি করোনা সংক্রমণে উপকূলে জীবন-জীবিকার সংকট বেড়েছে। দুর্যোগকবলিত উপকূলের অনেক মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ পরিস্থিতিতে সব মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রত্যন্ত অঞ্চলে করোনার টিকা দ্রুত পৌঁছনোর উদ্যোগ নিতে হবে।

গতকাল শনিবার সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন আয়োজিত ‘করোনা পরিস্থিতি ও উপকূলের স্বাস্থ্যসেবা’ শীর্ষক ওই অনলাইন নাগরিক সংলাপে সভাপতিত্ব করেন সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্রের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, এস এম শাহজাদা ও সৈয়দা রুবিনা আক্তার, সাতক্ষীরার আওয়ামী লীগ নেতা প্রনব ঘোষ বাবলু, স্ক্যান সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুকুল, মোংলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নূর আলম, স্কাস চেয়ারম্যান জেসমিন প্রেমা, লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল, ফেইথ ইন অ্যাকশনের নির্বাহী পরিচালক নৃপেন বৈদ্য, খুলনার নাগরিক নেতা এস এম ইকবাল হোসেন বিপ্লব, বরিশাল সিআরএসএসের রবিন বল্লভ, আপন ফাউন্ডেশনের মো. আফতাবুজ্জামান, পার্লামেন্ট নিউজের সাকিলা পারভীন, শিক্ষার্থী রিয়াদ হোসেন প্রমুখ। মূল বক্তব্য উপস্থাপন করেন একাত্তর টিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক পলাশ আহসান।

সভাপতির বক্তব্যে মীর মোস্তাক আহমেদ রবি বলেন, ‘উপকূলের মানুষ এখন পানির নিচে বসবাস করছে। মানুষের ঘরে বন্যা-জলোচ্ছ্বাসের পানি। ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে। ফসল ফলাতে পুনরায় বীজ কোথায় পাবে, সেটাও অনিশ্চিত। লকডাউন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কর্মসংস্থানের সংকট তৈরি হয়েছে।সাতদিনের সেরা