kalerkantho

রবিবার । ৪ আশ্বিন ১৪২৮। ১৯ সেপ্টেম্বর ২০২১। ১১ সফর ১৪৪৩

নিষেধাজ্ঞা শেষেও ঘাটে বাঁধা জেলের নৌকা

লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল

কলাপাড়া (পটুয়াখালী) ও পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি   

২৫ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসাগরে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা শেষ হওয়ার প্রতীক্ষায় ছিলেন জেলেরা। দীর্ঘ ৬৫ দিনের সেই প্রতীক্ষা শেষ হলেও জাল নিয়ে সাগরে নৌকা ভাসাতে পারেননি তাঁরা। কারণ সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল। আবহাওয়া অনুকূলে আসার অপেক্ষায় কূলে নোঙর করে আছে মাছ ধরার হাজারো ট্রলার।

সাগরে মাছ ধরতে নিষেধাজ্ঞার শেষ দিন ছিল ২৩ জুলাই। কিন্তু এর আগের দিনই সাগর উত্তাল হয়ে পড়ে। এ অবস্থায় মাছ শিকারে যেতে পারেননি পটুয়াখালী ও বরগুনাসহ উপকূলীয় অঞ্চলের হাজার হাজার জেলে। পটুয়াখালীর কলাপাড়ার মৎস্যবন্দর আলীপুর, মহিপুর ও কুয়াকাটার সহস্রাধিক জেলে অপেক্ষায় রয়েছেন সাগরে ছুটে যাওয়ার। গত শুক্রবার রাত ১২টার পর থেকে জেলেদের মৎস্য শিকারে যাওয়ার সব প্রস্তুতি ভেস্তে গেছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের কারণে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, শত শত ট্রলার মৎস্যবন্দর আলীপুর ও মহিপুরের সব আড়তদারের ঘাটে নোঙর করা রয়েছে। ট্রলারগুলোর মাঝি-মাল্লারা অলস সময় পার করছেন।