kalerkantho

রবিবার । ১ কার্তিক ১৪২৮। ১৭ অক্টোবর ২০২১। ৯ রবিউল আউয়াল ১৪৪৩

হাসপাতালে রেখে স্বামী উধাও, করোনা আক্রান্ত স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৯ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাসে আক্রান্ত স্ত্রী আসমা আক্তারকে (৩৮) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের কভিড ওয়ার্ডে ভর্তি করানোর পর মোহাম্মদ মোজাম্মেল উধাও হয়ে গেছেন। শ্বাসকষ্ট নিয়ে গত মঙ্গলবার সকালে ভর্তি হওয়া এ নারী গত বুধবার রাত ১টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

আসমা মারা যাওয়ার পর তাঁর স্বামীর দেওয়া মোবাইল নম্বরে হাসপাতাল থেকে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল ইসলাম ভূইয়া গতকাল বৃহস্পতিবার রাতে কালের কণ্ঠকে বলেন, মরদেহ নিতে কেউ হাসপাতালে না আসায় গতকাল দুপুরে স্বেচ্ছাসেবী একটি প্রতিষ্ঠানের কাছে আসমা আক্তারের মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা জহিরুল আরো জানান, ওই নারী মারা যাওয়ার পর স্বামী ফোন না ধরায় স্বামীর দেওয়া ঠিকানা ডবলমুরিং থানাকে জানানো হয়। ডবলমুরিং থানার পুলিশ সেখানে গিয়ে বাসা তালাবদ্ধ পায়। স্থানীয় লোকজন পুলিশকে জানায়, ওই বাসার লোকজন গত বুধবার রাতে তালা লাগিয়ে চলে গেছে।সাতদিনের সেরা