kalerkantho

বুধবার । ১১ কার্তিক ১৪২৮। ২৭ অক্টোবর ২০২১। ১৯ রবিউল আউয়াল ১৪৪৩

শীতলক্ষ্যায় ডুবে দুই শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

৯ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যায় গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বন্দর উপজেলার উত্তর লক্ষণখোলা ২ নম্বর খেয়াঘাটে বাবা ও নানার সঙ্গে গোসল করতে গিয়ে সোয়াদ (৯) ও সিয়াম (১২) নামের শিশু দুটি ডুবে মারা যায়। সম্পর্কে তারা মামা-ভাগ্নে। উত্তর লক্ষণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র সোয়াদ এলাকার দিনমজুর শাকিল মিয়ার ছেলে। স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র সিয়াম চিটাগং রোড শিমরাইল মুক্তি সরণি এলাকার সিএনজি অটোরিকশাচালক রাজু আহমেদের ছেলে। সিয়ামের বাবা জানান, গতকাল সকালে দুই ছেলে ও নাতি সোয়াদকে নিয়ে তিনি নদীতে গোসল করতে যান। ছোট ছেলেকে গোসল করিয়ে ঘাটের সিঁড়িতে বসানোর পর তিনি সোয়াদ ও সিয়ামকে পানিতে ডুবে যেতে দেখেন।