kalerkantho

মঙ্গলবার । ১৩ আশ্বিন ১৪২৮। ২৮ সেপ্টেম্বর ২০২১। ২০ সফর ১৪৪৩

সংক্ষিপ্ত

কঠোর লকডাউন ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক   

৬ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেচলমান কঠোর লকডাউনের বিধি-নিষেধ আরো এক সপ্তাহ বাড়িয়েছে সরকার। গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘করোনাভাইরাস জনিত রোগ (কভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বের সকল বিধি-নিষেধের সময়সীমা ৭ জুলাই মধ্যরাত থেকে ১৪ জুলাই দিবাগত মধ্যরাত পর্যন্ত বাড়ানো হলো।’ ১ জুলাই থেকে শুরু হওয়া কঠোর লকডাউনের প্রথম সাত দিনের মেয়াদ আগামীকাল বুধবার মধ্যরাত পর্যন্ত ছিল। সেটিই সাত দিন বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়েছে। এবারও শিল্প-কারখানা ও জরুরি সেবা ছাড়া অন্য সব অফিস-আদালত বন্ধ ও গণপরিবহন নিষিদ্ধ থাকছে। বিধি-নিষেধ বাস্তবায়নে পুলিশ, র‌্যাব, বিজিবির পাশাপাশি মাঠে আছে সেনাবাহিনী। করোনার ডেল্টা ধরনের সংক্রমণে ক্রমেই সারা দেশের অবস্থার অবনতি হচ্ছে। গতকাল করোনায় আক্রান্ত এবং আক্রান্ত হয়ে মৃত্যু অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি হয়েছে। করোনাকে কেন্দ্র করে গঠিত জাতীয় পরামর্শক কমিটি টানা ১৪ দিনের লকডাউনের সুপারিশই করেছিল। এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গতকাল রাতে সাংবাদিকদের জানান, চলমান বিধি-নিষেধ ঈদের ছুটির  সময়ও বহাল থাকবে কি না তা করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে। আগামী ১৪ জুলাই পর্যন্ত পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে (ঈদকেন্দ্রিক) চলাচলসহ কিছু ক্ষেত্রে বিধি-নিষেধ থাকবে। প্রতিমন্ত্রী বলেন, গত ঈদের সময় রাজধানীসহ শহর ছেড়ে মানুষ গ্রামের বাড়ি যাওয়ার কারণেই সংক্রমণ বেড়েছিল। সরকার চায় এবার যাতে তেমনটি না হয়। তাই অন্যান্যবারের মতো এবারের ঈদেও যে যেখানে আছে, সেখানে যেন ঈদ উদযাপন করে—সরকারের পক্ষ থেকে সে ধরনের অনুরোধ জানানো হতে পারে।