kalerkantho

রবিবার । ১ কার্তিক ১৪২৮। ১৭ অক্টোবর ২০২১। ৯ রবিউল আউয়াল ১৪৪৩

জি এম কাদেরের বিবৃতি

কর্মহীন-ক্ষুধার্তদের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক   

২ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেলকডাউনে কর্মহীন, ক্ষুধার্ত মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ (জি এম) কাদের। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে জি এম কাদের বলেন, গণমাধ্যমের তথ্য অনুযায়ী করোনাকালে নতুন করে আড়াই কোটি মানুষ দরিদ্র হয়েছে। আগে থেকে আরো কয়েক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছিল। এই বাস্তবতায় কর্মহীনদের পরিবারে খাদ্যের অভাব ভয়াবহ হয়ে উঠতে পারে। সরকারকে অবশ্যই দায়িত্বশীল হতে হবে। অভুক্ত থেকে কেউ যদি মারা যায়, তা হবে জাতির জন্য কলঙ্কজনক। তাই লকডাউনে ক্ষুধার্ত মানুষের প্রতি সবাইকে সহানুভূতিশীল হতে হবে।

নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে জি এম কাদের বলেন, দলের প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ ছিল দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। নেতাকর্মীদের প্রতি মানুষের পাশে থাকার আহ্বান জানান তিনি।সাতদিনের সেরা