kalerkantho

শনিবার । ১৬ শ্রাবণ ১৪২৮। ৩১ জুলাই ২০২১। ২০ জিলহজ ১৪৪২

ফখরুলকে মানসিক স্বাস্থ্য পরীক্ষা করাতে বললেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২১ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফখরুলকে মানসিক স্বাস্থ্য পরীক্ষা করাতে বললেন তথ্যমন্ত্রী

মির্জা ফখরুলের মানসিক স্বাস্থ্যের পরীক্ষা করাতে বললেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ। গতকাল রবিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী বহলপুর আশ্রয়ণ প্রকল্পে মুজিবশতবর্ষ উপলক্ষে দুই শতক জমিসহ ঘর দেওয়ার কার্যক্রম অনুষ্ঠানে তিনি এ কথা। এর আগে গণবভন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে দ্বিতীয় পর্যায়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের ৫০ বছরের অর্জন আওয়ামী লীগ নষ্ট করে দিয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী হাছান মাহ্‌মুদ এ কথা বলেছেন। তিনি বলেন, “দেশের ৫০ বছরের অর্জন নিয়ে তিনি যে কথা বলেছেন তাতে মনে হচ্ছে বয়সের কারণে উনার মতিভ্রম ঘটেছে। বিএনপির ডাক্তারদের সংগঠন ‘ড্যাব’কে অনুরোধ করব মির্জা ফখরুলের মানসিক স্বাস্থ্যের পরীক্ষা করাতে।”

তিনি আরো বলেন, ‘দেশে দরিদ্র মানুষের সংখ্যা ৪১ শতাংশ ছিল। সেখান থেকে ২০ শতাংশে নেমে এসেছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে দেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে।’