kalerkantho

শুক্রবার । ২ আশ্বিন ১৪২৮। ১৭ সেপ্টেম্বর ২০২১। ৯ সফর ১৪৪৩

‘কওমি মাদরাসার পরিস্থিতি ঝুঁকিপূর্ণ’

নিজস্ব প্রতিবেদক   

১৮ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবর্তমানে কওমি মাদরাসায় আশঙ্কাজনক ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের প্রয়াত আমির শাহ আহমদ শফীর ছেলে আনাস মাদানী। তিনি বলেন, কওমি মাদরাসার এমন পরিস্থিতি সম্পর্কে আল্লামা আহমদ শফী আগেই সতর্ক করেছিলেন। তিনি এ সমস্যা থেকে উত্তরণের পথও বাতলে দিয়ে গিয়েছিলেন। অনেকবার সরকারকে তিনি সতর্কও করেছিলেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ‘চলমান সংকট থেকে উত্তরণে উলামায়ে কেরামের করণীয় ও শায়খুল ইসলাম শাহ আহমদ শফীর জীবন, কর্ম, অবদান’ শীর্ষক সেমিনারে শফীপুত্র আনাস মাদানী এসব কথা বলেন। দেশে কওমি ধারার অন্যতম প্রাচীন মাদরাসা চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অবস্থিত আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার পরিচালক ছিলেন শাহ আহমদ শফী।সাতদিনের সেরা