kalerkantho

মঙ্গলবার । ১৯ শ্রাবণ ১৪২৮। ৩ আগস্ট ২০২১। ২৩ জিলহজ ১৪৪২

সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত

কালের কণ্ঠ ডেস্ক   

১৭ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসারা দেশে সড়ক দুর্ঘটনায় ছয়জনের প্রাণহানি ঘটেছে। কালের কণ্ঠ’র নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের সংবাদে বিস্তারিত—

আমাদের নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা) জানান, ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগরে গাড়ির ধাক্কায় গতকাল বুধবার এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম জাহিদুল ইসলাম (৩০)। তিনি রাজধানীর হাজারীবাগের বাসিন্দা। এ ছাড়া আশুলিয়ার মরাগাং এলাকায় গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জানান, দাশুড়িয়া-পাবনা মহাসড়কের তেঁতুলতলা মোড়ে গতকাল বুধবার যাত্রীবাহী বাস ও অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষে এনামুল হক (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহতরা হলেন দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের আব্দুস সালামের ছেলে অ্যাম্বুল্যান্সচালক মোহাম্মদ আসিফ হোসেন (২০) ও রবিউল ইসলামের ছেলে রাকিবুল (২২)।

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী এলাকায় মঙ্গলবার রাতে মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইসাইকেল আরোহী আশিক শেখ (২৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। 

ব্রাহ্মণপাড়া-বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি জানান, কুমিল্লার বুড়িচংয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোরপাই মিল গেট এলাকায় গতকাল বুধবার বাসচাপায় শহীদ মিয়া নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর জানান, টঙ্গীতে ট্রাকচাপায় গতকাল বুধবার কোহিনুর বেগম (২৫) নামের এক নারী গার্মেন্ট শ্রমিকের মৃত্যু হয়েছে।সাতদিনের সেরা